উৎসবের মরশুমে মহিলা যাত্রীদের জন্য বড়সড় ঘোষণা করল ভারতীয় রেল। এবার থেকে রিটার্ন জার্নির টিকিটে মিলবে ২০ শতাংশ ছাড়। ‘রাউন্ড ট্রিপ প্যাকেজ’ নামের এই নতুন স্কিমটি প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে, যার আনুষ্ঠানিক শুরু ১৪ আগস্ট থেকে। এই প্যাকেজটির মাধ্যমে উৎসবের সময় বেড়ে যাওয়া যাত্রীদের চাপ কিছুটা নিয়ন্ত্রণে আনতেই এমন উদ্যোগ রেলের। সুবিধা মিলবে শুধু নির্দিষ্ট সময়ের মধ্যে যাতায়াত করলে।
কীভাবে কাজ করবে এই স্কিম?
১৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে যাত্রার প্রথম টিকিট বুক করলেই, রিটার্ন টিকিট বুক করা যাবে ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে। অর্থাৎ, যাওয়া এবং আসার দুই টিকিটই একজন যাত্রীর নামে হলে, মিলবে ২০ শতাংশ ছাড় – শুধু বেস ফেয়ারের উপর। এই ছাড় পেতে গেলে ব্যবহার করতে হবে ‘কানেক্টিং জার্নি ফিচার’। অর্থাৎ, যাত্রার দুই প্রান্তকে যুক্ত করেই একসঙ্গে টিকিট কাটতে হবে।
খেয়াল রাখার বিষয়:
ছাড় শুধু বেস ফেয়ারের উপরই প্রযোজ্য হবে দুটি টিকিটই হতে হবে একজন যাত্রীর নামে আপাতত এই স্কিম শুধুমাত্র মহিলা যাত্রীদের জন্য চালু করা হয়েছে রেলওয়ের মতে, এই স্কিম সফল হলে ভবিষ্যতে আরও বেশি সংখ্যক যাত্রীদের জন্য এটি চালু করা হতে পারে। উৎসবের ভিড় এড়িয়ে যদি আপনিও ছাড়ে ঘরে ফিরতে চান, তাহলে নজর রাখুন রেলের নতুন এই ‘রাউন্ড ট্রিপ প্যাকেজ’-এ। ভারতীয় রেলের এই পদক্ষেপ নিঃসন্দেহে এক ইতিবাচক পদক্ষেপ – বিশেষ করে উৎসবের সময়ে মহিলা যাত্রীদের যাত্রা আরও সুরক্ষিত ও সাশ্রয়ী করে তুলতেই এই উদ্যোগ।