দেখতে একেবারে সুস্থ একজন মানুষ আচমকা আক্রান্ত হতে পারেন স্ট্রোকে। এমনকি হার্ট অ্যাটাকের পেছনেও থাকতে পারে আচমকা বেড়ে যাওয়া রক্তচাপ। আর তাই সময় থাকতে সাবধান হওয়া খুবই জরুরি। স্ট্রোক মানে মস্তিষ্কে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যাওয়া বা রক্তক্ষরণ—একটি ভয়ঙ্কর শারীরিক অবস্থা। সাধারণ লক্ষণ যেমন মুখ বেঁকে যাওয়া, হাত-পা অবশ হয়ে যাওয়া বা কথা জড়িয়ে যাওয়া—এসব তো আমরা জানি। কিন্তু চিকিৎসকরা বলছেন, স্ট্রোক হওয়ার অনেক আগেই শরীর কিছু অস্বাভাবিক বার্তা পাঠাতে শুরু করে। এই সতর্কবার্তাগুলো ঠিক সময়ে চিনতে পারলে বড় বিপদ এড়ানো সম্ভব।
কী কী সেই অ্যালার্ম সিগন্যাল?
▪ হঠাৎ তীব্র মাথাব্যথা: এমন মাথাব্যথা যা আগে কখনও হয়নি, সঙ্গে যদি বমি, মাথা ঘোরা বা দৃষ্টির সমস্যা থাকে—তাহলে দেরি না করে চিকিৎসা নিন।
▪ দীর্ঘস্থায়ী হেঁচকি: বিশেষ করে নারীদের ক্ষেত্রে অকারণ হেঁচকি বন্ধ না হলে সেটিও হতে পারে স্ট্রোকের পূর্বাভাস।
অস্বাভাবিক বুকের ব্যথা: সব বুক ধড়ফড় মানে হার্ট অ্যাটাক নয়। স্ট্রোকের আগে মস্তিষ্কে রক্তপ্রবাহ কমে গেলে অনেকে বুকের চাপ অনুভব করতে পারেন।
▪ বমি ভাব ও মাথা ঘোরা: অতিরিক্ত মানসিক চাপেও শরীর সংকেত পাঠায়। যদি স্ট্রেসের মধ্যে বমি ভাব, মাথা ঘোরা বা ঝাপসা দেখার মতো লক্ষণ দেখা দেয়—সতর্ক হন।
এসব লক্ষণকে অবহেলা করবেন না। সময়মতো চিকিৎসা নিলে স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব। আর তাই নিজের ও প্রিয়জনের স্বাস্থ্যের প্রতি সচেতন হোন—আজই!