গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ট্রাম্পের শুল্কবোমা! ভারতীয় বস্ত্র রপ্তানিতে বড় ধাক্কা

Published : August 10, 2025
---Advertisement---

আমেরিকার চড়া হারের শুল্কবাণ আছড়ে পড়েছে নয়াদিল্লিতে!ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার জেরে ভারতের অর্থনীতির উপর বড়সড় প্রভাব পড়তে চলেছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।সম্প্রতি ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে, ভারত থেকে আমদানি হওয়া পণ্যের উপর বিপুল পরিমাণ শুল্ক বসানো হবে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে বস্ত্রশিল্পে। আন্তর্জাতিক ই-কমার্স সংস্থাগুলি ইতিমধ্যেই ভারত থেকে বস্ত্রজাত পণ্য অর্ডার নেওয়া বন্ধ করার পথে হাঁটছে।বিশেষ করে অ্যামাজন ও ইবে-র মতো প্ল্যাটফর্মে ভারতীয় পণ্যের উপস্থিতি কমতে শুরু করেছে। এর ফলে সরাসরি প্রভাব পড়বে ভারতের রপ্তানি বাজারে। বিশ্লেষকদের মতে, আমেরিকায় ভারতীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাবে।”ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত শুধু বাণিজ্যিক শুল্ক নয়, এর মধ্যে রয়েছে কূটনৈতিক বার্তাও। রাশিয়া থেকে তেল কেনার প্রশ্নে ভারতকে আগেও সতর্ক করেছিল আমেরিকা।

এবার হয়তো সেই অবস্থান থেকেই আরও কড়া শুল্ক চাপানো হচ্ছে।”সাম্প্রতিক এক ভাষণে ট্রাম্প বলেছেন – “যে সব দেশ রাশিয়া থেকে তেল কিনছে, তাদের উপর শুল্ক তো লাগবেই, এমনকি নিষেধাজ্ঞাও আসতে পারে।”এই মন্তব্য স্পষ্টতই ভারতকে লক্ষ্য করেই বলে মনে করছে কূটনৈতিক মহল। এমনকি ট্রাম্প একসময় ভারত ও রাশিয়ার অর্থনীতিকে ‘মৃত’ বলেও কটাক্ষ করেছিলেন। পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি করে, একদিকে ভারতের উপর চাপ বাড়াচ্ছে আমেরিকা। অন্যদিকে রুশ মুখপাত্র স্পষ্ট জানিয়েছেন— বিশ্বের কোনও সার্বভৌম দেশের স্বাধীনভাবে বাণিজ্য করার অধিকার রয়েছে।
তবে প্রশ্ন উঠছে— এই শুল্কবোমার জেরে ভারতের রপ্তানি ও অর্থনীতির ভবিষ্যৎ কোন দিকে এগোবে? উত্তর দেবে সময়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now