গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিয়ালদহ-রানাঘাট রুটের এসি লোকালের সময়সূচি জেনে নিন

Published : August 8, 2025
---Advertisement---

পূর্ব রেলের বড় উপহার স্বাধীনতা দিবসের আগেই—শিয়ালদহ বিভাগে চালু হচ্ছে সম্পূর্ণ এসি লোকাল ট্রেন! রানাঘাট থেকে শিয়ালদহের ভিড় ও গরমের সমস্যার সমাধান করতে আসছে অত্যাধুনিক এই ট্রেন। সকাল ৮টা ২৯-এ রানাঘাট থেকে ছাড়বে আপ এসি লোকাল, শিয়ালদহ পৌঁছবে ১০টা ১০-এ। সন্ধ্যায় শিয়ালদহ থেকে ছাড়বে ৬টা ৫০-এ, রানাঘাট পৌঁছবে ৮টা ৩২-এ। ট্রেনটি থামবে বিধাননগর, দমদম, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী ও চাকদহ স্টেশনে। ভাড়াও জানানো হয়েছে—শিয়ালদহ থেকে দমদম ৩৫ টাকা, ব্যারাকপুর ৬০, নৈহাটি ৯০ ও রানাঘাট ১২০ টাকা। মাসিক পাসে আরও সাশ্রয়।

১২ কামরার এই স্টেনলেস স্টিলের ট্রেনে আছে ১১২৮টি আসন, সিসিটিভি, জিপিএস ইনফরমেশন সিস্টেম, মেট্রোর মতো সংযুক্ত কামরা ও স্বয়ংক্রিয় দরজা। ট্রেন ছুটবে ঘণ্টায় ১১০ কিমি বেগে। যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য থাকছে বসার ও দাঁড়ানোর পর্যাপ্ত জায়গা, শক্তপোক্ত মালপত্র রাখার তাকও। এই উদ্যোগ বাংলা তথা পূর্ব ভারতের রেলের ইতিহাসে এক নতুন অধ্যায়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now