ভারতীয় ক্রিকেটের ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায় আবারও ফিরছেন ক্রিকেট প্রশাসনে—এমন সম্ভাবনাই এখন প্রবল। দীর্ঘ সময় ধরে ক্রিকেট ও প্রশাসনিক ময়দানে একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পর এবার ফের বাংলার ক্রিকেট সংস্থা, সিএবির (CAB) প্রেসিডেন্ট পদে দাঁড়াতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা। তার আগেই ইডেন গার্ডেন্সে একটি বড় ইঙ্গিত দিয়ে রাখলেন প্রাক্তন ভারত অধিনায়ক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাফ জানিয়ে দিলেন, “হ্যাঁ, প্রেসিডেন্ট পদে দাঁড়াব।” যদিও নির্বাচন হবে, নাকি সমঝোতায় সিদ্ধান্ত হবে, সেই প্রশ্ন এখনও খোলা। তবে সৌরভের এই ঘোষণায় জল্পনা অনেকটাই নিশ্চিততায় পরিণত।
ক্রিকেট-পরবর্তী জীবনে সৌরভকে দেখা গিয়েছে ধারাভাষ্যকার, আইপিএলে দিল্লি ক্যাপিটালসের মেন্টর, সিএবি-র সচিব ও সভাপতি, এমনকি ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রেসিডেন্ট হিসেবেও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার বিভিন্ন কমিটিতেও তাঁর গুরুত্বপূর্ণ উপস্থিতি রয়েছে। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে জাতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনা নিয়েও কথা বলেন তিনি। যদিও সেই দায়িত্ব এখনই নয়, তবে ভবিষ্যতে তা হতে পারে।তবে আপাতত রাজনীতি নয়, জাতীয় দলের কোচ নয়—সৌরভ ফিরছেন তাঁর ঘরের মাটিতেই, বাংলা ক্রিকেটে। তাঁর মতো প্রভাবশালী ব্যক্তিত্ব সিএবির নির্বাচনে পা রাখলে যে অঙ্ক বদলাবে, সেটাই স্বাভাবিক। এবার দেখা যাক, নির্বাচন হয় কিনা, নাকি সৌরভের নাম ঘোষণাই হয়ে ওঠে আনুষ্ঠানিকতার ব্যাপার।