দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায়—টলিউডের জনপ্রিয় জুটি (হিস্ট্রি রিপিটস)আবারও পর্দায় ফিরছেন ‘ধূমকেতু’ ছবির মাধ্যমে। ছবির ট্রেলার লঞ্চের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা ও উন্মাদনা। তবে শুধু সিনেমা নয়, এই জুটিকে ঘিরে এবার উঠে এসেছে ব্যক্তিগত জীবনের পুরনো ছায়া । শুভশ্রীর জীবনে এখন খুশির সময়। একদিকে বহুদিন পর দেবের সঙ্গে জুটি বেঁধে স্ক্রিনে কামব্যাক, অন্যদিকে স্বামী রাজ চক্রবর্তী শুরু থেকেই এই ছবির সাফল্য উদযাপন করছেন। কিন্তু এই আনন্দের আবহেই আলোচনায় চলে এসেছেন রাজের প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্র। সম্প্রতি শতাব্দী একটি আবেগঘন সোশ্যাল মিডিয়া পোস্ট করেন। তাতে কোনও নাম উল্লেখ না থাকলেও, কথার ভাঁজে স্পষ্ট হয়ে উঠেছে তাঁর বার্তা। তিনি লেখেন-“কীরে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল… হিসট্রি রিপিটস।” “আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে…”
এই পোস্টের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা—রাজ-শুভশ্রী সম্পর্কের ছায়ায় কি ফিরে এল অতীতের গল্প? অনেকেই মনে করছেন, শতাব্দীর কথার ইঙ্গিত রাজের দিকেই। কারণ, রাজের কেরিয়ার শুরুতে শতাব্দীই ছিলেন তাঁর সঙ্গে। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে সম্পর্কের সমীকরণ। যদিও তাঁদের বিচ্ছেদ শুভশ্রীর কারণে নয়, তবে পরবর্তীতে শুভশ্রীকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেন রাজ। তবে এই পোস্টের প্রভাব পড়েনি রাজ-শুভশ্রীর দাম্পত্যে। তাঁদের সম্পর্ক এখনো অটুট। এই মুহূর্তে তাঁরা একসঙ্গে ছুটি কাটাতে বেরিয়ে পড়েছেন, সংসারে অশান্তির কোনও খবর নেই। সোশ্যাল মিডিয়াতেও তাঁদের রসায়ন নজর কেড়েছে অনুরাগীদের। অন্যদিকে, দেব-শুভশ্রীর কামব্যাক সিনেমা ‘ধূমকেতু’ ঘিরে প্রত্যাশা তুঙ্গে। বহু বছর পর এই জুটিকে বড়পর্দায় দেখতে মুখিয়ে আছেন দর্শকরা। একদিকে রিল লাইফে নতুন জার্নি, অন্যদিকে রিয়েল লাইফে পুরনো সম্পর্কের ছায়া—সব মিলিয়ে দেব-শুভশ্রী-রাজ ও শতাব্দীকে ঘিরে টলিপাড়ায় যেন আবেগ, কৌতূহল আর আলোচনার এক নতুন অধ্যায় শুরু হয়েছে।