গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

UPI লেনদেনে বড় বদল ! বারবার ব্যালেন্স চেক থেকেও সাবধান, জানুন নতুন নিয়ম

Published : August 2, 2025
---Advertisement---

আজকের দিনে, প্রযুক্তির হাত ধরে আমরা(UPI )অনেকটাই এগিয়ে গিয়েছি। নগদ টাকার ব্যবহার কমে গিয়ে এখন প্রায় প্রতিটি লেনদেনই ইউপিআই বা অনলাইন মাধ্যমে। এমনকি অনেকেই নিজেকে এখন গর্ব করে বলেন – “আমি তো ক্যাশলেস!” কিন্তু সাবধান! আজ ১ আগস্ট, শুক্রবার থেকে ইউপিআই পেমেন্টে চালু হচ্ছে একাধিক নতুন নিয়ম, যা জানাটা আপনার জন্য অত্যন্ত জরুরি। প্রথমত, ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার নিয়মে বড় পরিবর্তন এসেছে। আগে আপনি যতবার খুশি, ফোনে ব্যালেন্স দেখে নিতে পারতেন। কিন্তু এখন থেকে দিনে সর্বোচ্চ ৫০ বার ইউপিআই ব্যালেন্স চেক করতে পারবেন।ব্যাঙ্ক ডিটেলস চেকের ক্ষেত্রেও আছে সীমাবদ্ধতা। আপনার মোবাইল নম্বরের সাথে যুক্ত ব্যাঙ্কগুলোর তথ্য দিনে মাত্র ২৫ বার চেক করতে পারবেন।

লেনদেনের সংখ্যাতেও থাকছে নিয়ন্ত্রণ। দিনে ২০ বারের বেশি ইউপিআই লেনদেন করলে বাড়তি টাকা কেটে নেওয়া হতে পারে। এছাড়া, লেনদেন করলে তার স্ট্যাটাস চেক করার সুযোগ মিলবে দিনে মাত্র তিনবার, এবং প্রতিটি চেকের মধ্যে থাকতে হবে ৯০ সেকেন্ডের ব্যবধান। অটো পেমেন্ট-এর ক্ষেত্রেও এনেছে সময়সীমা। আপনার ইএমআই বা বিলের মতো পেমেন্টগুলো নন-পিক আওয়ারে—সকাল ১০টার আগে, দুপুর ১টা থেকে ৫টা, এবং রাত ৯:৩০টার পর—সম্পন্ন করতে হবে। এর বাইরে API-তে চাপ পড়ার সম্ভাবনা থাকায় সময় বেঁধে দিচ্ছে এনপিসিআই। লেনদেন সীমা সম্পর্কেও থাকছে নির্দিষ্ট গাইডলাইন। একদিনে আপনি ১ লাখ টাকা পর্যন্ত ইউপিআই পেমেন্ট করতে পারবেন। তবে ৫ লাখ বা তার বেশি লেনদেন করা যাবে শুধু স্বাস্থ্য ও শিক্ষা খাতে। প্রতিদিন দেশে হয় ৬০০ কোটির বেশি ডিজিটাল লেনদেন। সেই প্রবাহে যাতে সমস্যা না হয়, তাই এই নিয়মগুলি এনেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। তাই এখন থেকে ইউপিআই ব্যবহার করবেন, তবে নিয়ম মেনে, সচেতনভাবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now