গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আকাশে ‘৭-স্টার হোটেল’—মুকেশ আম্বানির ১০০০ কোটি টাকার প্রাইভেট জেটের অন্দরমহল কেমন জানেন

Published : July 31, 2025
---Advertisement---

আম্বানি পরিবার মানেই বিলাসিতা আর রাজকীয় জীবনের প্রতীক। বিশ্বের অন্যতম দামি বাড়ি অ্যান্টিলিয়ার পর এবার শিরোনামে মুকেশ আম্বানির ব্যক্তিগত জেট। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি গত বছর একটি অত্যাধুনিক বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ (Boeing 737 MAX 9) কিনেছেন, যার দাম প্রায় ১০০০ কোটি টাকা। এর ফলে এই জেটটি ভারতের ইতিহাসে কোনো ব্যক্তির মালিকানাধীন সবচেয়ে দামি প্রাইভেট জেট হিসেবে বিবেচিত হচ্ছে। এই ব্যক্তিগত বিমানকে ‘আকাশে ৭-স্টার হোটেল’ নামে ডাকা হচ্ছে, এবং সেটি শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং ভেতরের কাস্টমাইজেশন এবং বিলাসবহুল সুযোগ-সুবিধার কারণেই।

জেটের ফিচার ও প্রযুক্তি:
বিমানে রয়েছে দুটি অত্যাধুনিক CFMI LEAP-1B ইঞ্জিন, যা উচ্চ জ্বালানি দক্ষতা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করে। একটানা ১১,৭৭০ কিলোমিটার পর্যন্ত উড়তে সক্ষম এই জেট আন্তর্জাতিক যাত্রার জন্য আদর্শ। বিমানটির ফ্লোর ডিজাইন সুইজারল্যান্ডে বিশেষভাবে কাস্টমাইজ করা হয়েছে। এতে রয়েছে চামড়ার রিক্লাইনিং সিট, লিভিং এরিয়া, একটি ব্যক্তিগত বেডরুম এবং মার্বেল-সজ্জিত পূর্ণ আকারের বাথরুম। যাত্রাপথে কাজ চালানোর জন্য বোর্ডরুম টেবিল, হাই-স্পিড ওয়াই-ফাই, এবং স্যাটেলাইট কমিউনিকেশনস-এর সুবিধাও থাকছে। একই সঙ্গে রয়েছে বিশাল কার্গো হোল্ড, যা বড় যাত্রা কিংবা বিশেষ সফরের জন্য অতিরিক্ত সুবিধা দেয়।

উৎপাদন ও ডেলিভারি:
এই বিলাসবহুল প্রাইভেট জেটটি অ্যাসেম্বল করা হয়েছে আমেরিকার ওয়াশিংটনের রেন্টনে অবস্থিত বোয়িং ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে। ফ্লাইট টেস্ট সম্পন্ন হয়েছিল সুইজারল্যান্ডের বেসেল, জেনেভা এবং লন্ডনে। যদিও ডেলিভারি হওয়ার কথা ছিল ২০২২ সালে, বোয়িং সংক্রান্ত প্রযুক্তিগত জটিলতার কারণে সেটি শেষ পর্যন্ত পিছিয়ে যায়। ভারতে প্রায় ৩০০ জনের কাছে প্রাইভেট জেট আছে, কিন্তু এমন বিলাসবহুল, প্রযুক্তিনির্ভর এবং ব্যয়বহুল প্রাইভেট জেট শুধুই মুকেশ আম্বানির।এ যেন আকাশে উড়ন্ত এক প্রাসাদ—এক অনন্য উদাহরণ ভারতের কর্পোরেট রাজকীয়তার।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now