এক যুবক যুবতীকে বাঁচিয়ে বাস্তবের হিরো হয়ে উঠলেন কালনা থানার পুলিশ কর্মী ওয়াসিম আক্রম । উল্লেখ্য, গত ২১ জুলাই, কালনা থানায় কর্মরত সাব ইনস্পেক্টর মহম্মদ ওয়াসিম আক্রম রাত দেড়টার সময় পেট্রোলিং ডিউটি করছিলেন, তখন তিনি দেখেন রাতের অন্ধকারে এক যুবক, যুবতী একসাথে রাস্তা থেকে কিছু দূরের একটি জঙ্গলে গাছের মধ্যে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করছে। বিষয়টি এস আই ওয়াসিম আক্রমের নজরে আসতেই দুজনকে উদ্ধারের প্রচেষ্টা শুরু করেন । তড়িঘড়ি তাদের উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে যান এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয় । সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে সেই বীরত্বের কাহিনী তুলে ধরে কালনা থানা ।
Read More – http://প্যান-ইন্ডিয়া গাড়ি চুরির চক্র ফাঁস, কলকাতা থেকে শুরু—গাড়ি উদ্ধার বিহারে
এক সময় গলসি থানায় এসআই (সাব-ইন্সপেক্টর) পদে নিযুক্ত হয়ে নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কর্তব্য পালন করেছেন এই পুলিশ অফিসার। শুধুমাত্র আইন রক্ষা নয়, একজন প্রকৃত পুলিশ সদস্যের কাজ মানুষের পাশে দাঁড়ানো, তাদের সুরক্ষা নিশ্চিত করা এবং সমাজের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা। এই পুলিশ অফিসার সেই দায়িত্ববোধকে শুধু পেশার সীমার মধ্যে আটকে রাখেননি, বরং একজন সেবকের মতোই সাধারণ মানুষের প্রয়োজনে সবসময় পাশে থেকেছেন।
অসংখ্য চ্যালেঞ্জের মধ্যেও তিনি কখনও পিছু হটেননি, বরং সাহস ও সহানুভূতির সঙ্গে মানুষের পাশে থেকেছেন। পুলিশ যে শুধুমাত্র লাঠি হাতে আইন প্রয়োগকারী নয়, বরং একজন সহানুভূতিশীল বন্ধু, সহায়ক এবং সমাজের রক্ষাকবচ — তা তাঁর কাজের মাধ্যমেই প্রতিফলিত হয়েছে। এইরকম পুলিশ অফিসারেরা আমাদের সমাজের গর্ব, যারা নিজেদের জীবন উৎসর্গ করে চলেছেন জনসেবায়, নীরবে-নিভৃতে দায়িত্ব পালন করে গড়ে তুলছেন একটি নিরাপদ ও সহানুভূতিশীল সমাজ।