গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

অপারেশন সিঁদুরের ধাঁচে মায়ানমারে ড্রোণ হামলা !

Published : July 14, 2025
---Advertisement---

মধ্যরাতে আচমকা হামলা! আবারও উত্তপ্ত মায়ানমার সীমান্ত। ফের একাধিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আলফা (স্বাধীন)। অভিযোগের তীর সরাসরি ভারতের দিকে। যদিও সেনার পক্ষ থেকে এই মুহূর্তে কোনও রকম নিশ্চিতকরণ মেলেনি। শনিবার গভীর রাতে একাধিক ড্রোন হানা – কাঁপল মায়ানমারের জঙ্গলে ছাওয়া সীমান্ত এলাকা। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আলফা(স্বাধীন) দাবি করেছে, এই হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বিদেশি প্রযুক্তি – ফ্রান্স ও ইজরায়েলের তৈরি ড্রোন ব্যবহার করে একের পর এক শিবির গুঁড়িয়ে দিয়েছে ভারত, এমনটাই অভিযোগ তাদের। ঘটনার ভয়াবহতা প্রকাশ্যে এনেই আলফার আরও দাবি, এই হামলায় প্রাণ গিয়েছে সংগঠনের নিম্ন পরিষদের সভাপতি নয়ন অসমের। গুরুতর জখম অন্তত আরও ২০ জন। একে ‘অপারেশন সিঁদুর’-এর নতুন সংস্করণ বলেই আখ্যা দিয়েছে আলফা।

Read More – জার্মান বিমানে চীনা লেজার হামলা! লোহিত সাগরে যুদ্ধের সুর? চীন -জার্মানি ‘লেজার যুদ্ধ’

আলফার দাবি অনুযায়ী, এই অভিযান ছিল নিশানা নির্ভর ও পরিকল্পিত। টানা কয়েক মিনিট ধরে চালানো হয় হামলা। রাতভর চলতে থাকে বিস্ফোরণ। তবে সূত্রের খবর, সীমান্ত ঘেঁষা এলাকায় ভারতীয় সেনাবাহিনী দীর্ঘদিন ধরেই তৎপরতা চালাচ্ছে। ড্রোনের ব্যবহারও এখন সাধারণ প্র্যাকটিস হয়ে উঠেছে উত্তর-পূর্বে। তবে সবটাই এখন পর্যন্ত আলফার দাবি। ভারতীয় সেনার পক্ষ থেকে এখনও পর্যন্ত এই প্রসঙ্গে কোনও মন্তব্য আসেনি। লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত জানিয়েছেন, সেনার কাছে এমন কোনও অভিযানের খবর নেই। আলফার দাবি যতই চাঞ্চল্যকর হোক না কেন, সরকারি মহলের নিশ্চয়তা ছাড়া কিছু বলা যাচ্ছে না। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত মায়ানমার সীমান্ত – যা উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now