গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

উত্তর ও দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা, প্রশাসন সতর্ক

Published : July 14, 2025
---Advertisement---

সপ্তাহের শুরুতেই প্রবল বৃষ্টিতে ভিজছে গোটা পশ্চিমবঙ্গ। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, রাজ্যে ফের সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু, যার ফলে রাজ্যের নানা জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

Read More – বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় টানা পাঁচ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুরেও মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস। টানা তিন দিনের বেশি বৃষ্টি হলে নিচু এলাকাগুলিতে জল জমে বন্যার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গেও আবহাওয়ার আশঙ্কাজনক পরিবর্তন দেখা যাচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

এই বৃষ্টির পেছনে রয়েছে দুটি সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা—একটি দেশের পূর্বদিকে এবং অন্যটি উত্তরের দিকে। পাশাপাশি, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণাবর্ত আরও ঘনীভূত হয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, যা বাংলাদেশ, ওড়িশা ও পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে প্রবল বৃষ্টির কারণ হতে পারে।

এই পরিস্থিতিতে প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং জনগণকেও সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষ করে নিচু এলাকার বাসিন্দাদের জলবন্দি ও বন্যার সম্ভাবনার জন্য সতর্ক করা হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now