অপেক্ষা প্রায় শেষ। আগামী কয়েক দিনের মধ্যেই শিয়ালদহ ডিভিশনে যাত্রা শুরু করতে চলেছে সম্পূর্ণ বাতানুকূল (এসি) লোকাল ট্রেন। জানা যাচ্ছে, আগামী ১৮ জুলাই রাজ্যে সফরের সময় এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রথম দফায়, শিয়ালদহ-রানাঘাট রুটে চালু হচ্ছে ১২ বগির একটি আধুনিক এসি লোকাল ট্রেন। ইতিমধ্যেই প্রথম রেকটি চেন্নাই থেকে এসে পৌঁছেছে এবং চলছে পরীক্ষামূলক ট্রায়াল। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে প্রতিটি কামরায় থাকছে চারটি স্বয়ংক্রিয় দরজা, অ্যালুমিনিয়াম লাগেজ তাক, সিসিটিভি, ডিজিটাল ডিসপ্লে ও টক-ব্যাক ব্যবস্থা। সর্বাধিক গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার।
Read more – অমৃত ভারত’-এ সেজে উঠেছে আপনার ঘরের কাছের এই স্টেশন, রয়েছে কী কী সুবিধা?
তবে পরিষেবা যতই উন্নত হোক, তার সঙ্গে এসেছে বাড়তি খরচও। শিয়ালদহ থেকে ব্যারাকপুর যেতে ভাড়া ৫৬ টাকা, নৈহাটি ৮৫, রানাঘাট ১১৩ এবং কৃষ্ণনগর যেতে ১৩২ টাকা। সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে শুরু। থাকছে আসন সংরক্ষিত টিকিট ও মাসিক পাস ব্যবস্থাও।
অনেকেই মনে করছেন, কর্মব্যস্ত শহরের জন্য এই এসি ট্রেন স্বস্তিদায়ক হলেও, নিয়মিত যাতায়াতে অতিরিক্ত ভাড়া নিয়ে প্রশ্ন থাকছেই। তবে সময়ের সঙ্গে যাত্রীদের গ্রহণযোগ্যতা বাড়লে, শহরের গণপরিবহনে এ এক যুগান্তকারী পরিবর্তন আনবে বলেই আশাবাদী রেল কর্তৃপক্ষ।
এদিকে, শিয়ালদহ-বনগাঁ শাখাতেও খুব শীঘ্রই এসি লোকাল ট্রেন চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে আরও বহু যাত্রী উপকৃত হবেন এই উন্নত পরিষেবায়।