গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জমে উঠেছে জল, থেমে গেছে শহর! নিম্নচাপ নিয়ে নতুন সতর্কতা জারি

Published : July 9, 2025
---Advertisement---

“নিম্নচাপের দাপটে বিপর্যস্ত বাংলা। ফের আশঙ্কা প্লাবনের, কী বলছেন আবহাওয়াবিদরা?” গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে কার্যত ভাসছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। বিশেষ করে কলকাতা ও সংলগ্ন শহরতলিতে মঙ্গলবার সকাল থেকেই হাঁটু সমান জল। ঘর থেকে বেরতেই কষ্ট, রাস্তাঘাট জলমগ্ন, ছাতা দিয়েও রক্ষা মিলছে না। রাস্তা, ট্রেন লাইন কিংবা অফিসপাড়া—সব জায়গায় জল জমে একযোগে নাকাল জনজীবন। সাধারণ মানুষের প্রশ্ন, “এই জল যন্ত্রণা আর কতদিন?”

Read More – বৃষ্টির দিনে ভুল খাবেন না! এই সবজিগুলো থেকে দূরে থাকুন বর্ষায়

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর স্থায়ীভাবে বসে রয়েছে একটি নিম্নচাপ। এর সঙ্গে হাত মিলিয়েছে মৌসুমী অক্ষরেখা, যার প্রভাবে রাজ্যজুড়ে চলছে টানা বৃষ্টি। আবহাওয়া দফতর জানাচ্ছে— মঙ্গলবার দিনভর চলবে বৃষ্টি বুধবার সামান্য বিরতি আবার শনিবার থেকে বৃষ্টি বাড়ার পূর্বাভাস এদিকে, ঝাড়খণ্ডে চলছে ভারী বৃষ্টির সতর্কতা। ফলে ডিভিসি (DVC) জল ছাড়ার পরিমাণ বাড়াতে পারে। বর্তমানে প্রতি সেকেন্ডে ৪০ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। এতে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরের নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা থাকছেই।

মৎস্যজীবীদের জন্য সতর্কতা:

সমুদ্র এখনও উত্তাল। জারি রয়েছে মাছ ধরায় নিষেধাজ্ঞা। ৮ জুলাই পর্যন্ত জেলেপাড়ার লোকজনকে উপকূলে থাকতে বলা হয়েছে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিমি বেগে। প্রকৃতির উপর কারও হাত নেই, তবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি কতটা রয়েছে, এখন সেটাই বড় প্রশ্ন। আর রাজ্যবাসীর একটাই চাওয়া—এই দুর্ভোগ যেন দীর্ঘস্থায়ী না হয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now