গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মুখ্যমন্ত্রীর উপহার: জামালপুরে প্রতিটি পরিবারে জগন্নাথের প্রসাদ

Published : June 20, 2025
---Advertisement---

মুখ্যমন্ত্রীর নির্দেশে দীঘার জগন্নাথ দেবের প্রসাদ রাজ্যের প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেবার কাজ শুরু হলো। প্রতিটি ব্লকেই চলছে মহাপ্রসাদের প্যাকেট করার কাজ। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকেও চলছে মহাপ্রসাদ প্যাকেটিংয়ের কাজ। আজ থেকেই শুরু হয়েছে মহাপ্রসাদ প্যাকেট করার কাজ। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ঘরে নির্দিষ্ট বিধি মেনে চলছে প্যাকেট করার কাজ।

Read More – গলসির বালি খাদানে দামোদরের জলে ডুবে গেল লড়ি ও JCB

এই কাজ পরিদর্শনে আসেন অতিরিক্ত জেলা শাসক ( সাধারণ) অমিয় রায়। ছিলেন বিডিও পার্থ সারথী দে ও পূর্ত কর্মাধক্ষ্য মেহেমুদ খাঁন। খুব দ্রুত কাজ হচ্ছে দেখে অতিরিক্ত জেলা শাসক খুব খুশী। বিডিও পার্থ সারথী দে জানান মুখ্য মন্ত্রীর নির্দেশে জামালপুর ব্লকেও ৪০৭০ টি পরিবারের জন্য জগন্নাথ দেবের মহাপ্রসাদ প্যাকটিংয়ের কাজ শুরু হয়েছে আজ থেকে চলবে ০৪ /০৭ তারিখ পর্যন্ত।


দুয়ারে রেশনের মাধ্যমে সকল পরিবারের হাতে এই প্রসাদ তুলে দেওয়া হবে। মেহেমুদ খাঁন বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীর নির্দেশে সারা রাজ্যের সকল পরিবারের হাতে পৌঁছে যাবে দীঘায় প্রতিষ্ঠিত হওয়া জগন্নাথ দেবের মহাপ্রসাদ। জামালপুর ব্লকেও প্রতিটি পরিবার এই মহাপ্রসাদ পাবে মুখ্যমন্ত্রীর দৌলতে। এটা একটা বিরাট পাওয়া। ঘরে বসেই জগন্নাথ দেবের মহাপ্রসাদ পাবে সাধারণ মানুষ। এজন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now