উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরী হয়েছে নিম্নচাপ। তার জেরেই আরও জোরাল বর্ষা। বর্ষা ঢুকে পড়েছে বঙ্গে। ১৮-১৯-২০ এই তিনদিন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা ২১-২২-২৩ দক্ষিণ বঙ্গে সব জেলায় কম বেশি বৃষ্টি হবে। এমনই বলছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের ক্ষেত্রেও সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
১৮ জুন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ভারী বৃষ্টির সম্ভাবনা। বীরভূম, হুগলী হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব বর্ধমানে অতিভারী বৃষ্টির সম্ভাবনা ৩০-৪০ কিমি বেগে ঝড়ো হাওয়া। বাকি জেলায় বিক্ষিত বর্ষন, ৪০ কিমি বেগে ঝড় হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে সব জেলায় বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
১৯ জুন দক্ষিণবঙ্গের পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগণায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা। বীরভূম পূর্ববর্ধমান, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দার্জিলিং, আলিপুর দুয়ারের অতিভারী বৃষ্টি ও ব্রজ্যবিদ্যুৎ-এর সর্তকতা।২৩ জুন নদীয়া, দক্ষিণ ২৪ পরগণাতে বিক্ষিত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।২৪ জুন দক্ষিণবঙ্গের সব জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।