গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সেহারা বাজারে মিষ্টির দোকানে গ্যাস লিক করে ভয়াবহ আগুন, আহত ৪

Published : June 14, 2025
---Advertisement---

পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সেহারাবাজারে সাত সকালে মিষ্টির দোকানে গ্যাস লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ড। গ্যাসের পাইপ লিক করেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। আগুনে ঝলসে গিয়ে গুরুতর আহত হয়েছেন দোকান মালিক সহ মোট চারজন। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেহারা বাজার বাসস্ট্যান্ডের সন্নিকটে একটি মিষ্টির দোকানে প্রতিদিনের মতো এদিনও সকালে মিষ্টি তৈরির কাজ চলছিল। সেই সময় আচমকাই গ্যাস লিক করে আগুন ধরে যায় দোকানের ভাটি শালায়। আগুনের তাপে মুহূর্তেই দাউদাউ করে জ্বলে ওঠে দোকানটি। আগুনে দগ্ধ হন দোকান মালিক সহ আরও তিনজন কর্মী।

স্থানীয়রা এবং সেহারা বাজার ফাঁড়ির পুলিশ তৎপরতার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা চালায় এবং আহতদের উদ্ধার করে তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আপাতত সকলেই চিকিৎসাধীন। ঘটনার পর থেকে গ্যাস লিকের উৎস নিয়ে দ্বিধা তৈরি হয়েছে। কেউ কেউ দাবি করেছেন, ওই ভাটি শালাতেই অন্য একটি সিলিন্ডার থেকে গ্যাস ভরা হচ্ছিল, যার ফলে গ্যাস ছড়িয়ে পড়ে আগুন লাগে। আবার কারও মতে, গ্যাস পাইপে লিক থাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।

খণ্ডঘোষ থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। দোকান ও আশপাশের এলাকা ঘিরে রেখেছে পুলিশ বাহিনী। স্থানীয়দের মধ্যে আতঙ্ক এখনও ছড়ানো।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now