দিঘা যাওয়ার জন্য আর বাস ধরতে ধর্মতলায় যেতে হবে না। আপনার ঘরের পাশ থেকেই ছাড়ছে দিঘার বাস। তাতে চড়ে আপনি ঘুরে আসতেই পারেন সমুদ্র সৈকতে। কোন কোন জায়গা থেকে কখন ছাড়ছে সেই বাস? ভাড়া কত? দেখে নিন এই প্রতিবেদনে।দিঘাতে বাংলার মুখ্য়মন্ত্রীর প্রচেষ্টায় জগন্নাথধাম তৈরি হয়েছে। লক্ষ লক্ষ মানুষ রোজ সেখানে যাচ্ছেন। তাতে দিঘার আকর্ষণ বেড়েছে অনেকটাই। বর্তমানে কালনা দিঘা, বর্ধমান দিঘা, আসানসোল দিঘা, দুর্গাপুর দিঘা, তারাপীঠ দিঘা, বহরমপুর দিঘা, কলকাতা দিঘা, বেলঘরিয়া দিঘা বাস চালাচ্ছে এসবিএসটিসি। করিমপুর দিঘা চলবে।
সিউড়ি থেকে দিঘা দুটো বাস চালু করা হয়েছে। সকাল সাড়ে ৬টায় এটা সিউড়ি থেকে ছাড়ছে। আবার ৯টা ৫০-এ এটা দিঘা থেকে আসছে। মাত্র ২৭৭ টাকা ভাড়া। একটা বাস যাবে। আর অপর বাস আসবে। রামনগর থেকে কলকাতাগামী বাসও দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। সেটা আবার চালু হল। উত্তরবঙ্গের একাধিক জেলা থেকে দিঘাগামী বাস ছাড়া হচ্ছে। রয়েছে একেবারে আরামদায়ক ভলভো বাস। কোচবিহার-সহ উত্তরবঙ্গের ছ’টি প্রান্ত থেকে আগামী সপ্তাহ থেকেই দিঘাগামী বাস পরিষেবা শুরু হবে।
বাসের ভাড়া-সহ যাবতীয় তথ্য সাংবাদিক বৈঠক করে প্রকাশ করেছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এনবিএসটিসি)-র চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। তিনি বলেন, “কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ এবং মালদা থেকে প্রতি সপ্তাহে দু’দিন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশে বাস ছাড়বে। সেই বাসের ভাড়া হবে- কোচবিহার থেকে দিঘা ২১৬০ টাকা, কোচবিহার থেকে কলকাতা ১৭২০ টাকা, আলিপুরদুয়ার থেকে দিঘা ২১৫০ টাকা, আলিপুরদুয়ার থেকে কলকাতা ১৭১০ টাকা, জলপাইগুড়ি থেকে দিঘা ১৯২০ টাকা, জলপাইগুড়ি থেকে কলকাতা ১৪৯০টাকা, শিলিগুড়ি থেকে দিঘা ১৮০০ টাকা, শিলিগুড়ি থেকে কলকাতা ১৩৭০ টাকা, রায়গঞ্জ থেকে দিঘা ১৩৮০ টাকা, রায়গঞ্জ থেকে কলকাতা ৯৫০ টাকা, মালদা থেকে দিঘা ১২২০ টাকা, মালদা থেকে কলকাতা ৭৯০ টাকা।