ধৃতদের নাম মানু বিবি ও আদুরী যশ। তাদের বাড়ি বর্ধমান থানার গোলপুকুর রাজা বাগান এলাকায়।বুধবার ধৃত দু’ই মহিলাকে পেশ করা হয় বর্ধমান আদালতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরের দিকে আরামবাগ রোডের শ্রীধর এলাকায় দু’ই মহিলা দু’টি বস্তা নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিল।পুলিশের সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করে, এরপর তাদের সাথে থাকা দু’টি বস্তায় তল্লাশি চালাতে, উদ্ধার হয় ৪৬ কেজি গাঁজা।
তবে কোথা থেকে এই বিপুল পরিমাণের গাঁজা নিয়ে আসা হয়েছিল বা কোথায় এই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে ১৪ দিনের পুলিশে হেফাজতের আবেদন করে আজ ধৃত দু’ই মহিলাকে বর্ধমান আদালতে পেশ করে রায়না থানার পুলিশ।ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন আদালত।
Post Views: 253