পেহেলগাঁওয়ের ঘটনার পর কাশ্মীরে আটকে বর্ধমানের একাধিক পর্যটক

কার্যত পর্যটক শূণ্য ডাললেক।গাড়ির সংখ্যা কম থাকায় মাত্রারিক্ত গাড়ি ভাড়া চাওয়ায় বাড়ি ফিরতে সমস্যায় পর্যটকরা।বর্ধমান থেকে বিভিন্ন ট্রাভেল এজেন্সির সঙ্গে কাশ্মীর ভ্রমণে যান বর্ধমানের একাধিক পর্যটক।পেহেলগাঁওয়ের ঘটনার পর আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা।

পর্যটকরা জানান, ১৪ তারিখ তারা বর্ধমান থেকে কাশ্মীরে উদ্দেশ্যে রওনা দেন।গতকাল তারা পেহেলগাঁওয়ে থেকে বেরিয়ে আসার পরই ঘটনাটি ঘটে। ঘটনার কথা শোনার পর থেকেই আতঙ্কে রয়েছেন তারা। বর্তমানে তারা শ্রীনগরে ডাললেক এলাকার রয়েছে। অন্যান্য সময় ডাললেকে ভিড় থাকলেও এখন কার্যত জনমানব শূন্য।

পাশাপাশি তারা জানান গাড়ির ভাড়া ও এরোপ্লেনের ভাড়া বৃদ্ধির কারনে কিভাবে বাড়ি ফিরবেন তাই বুঝে উঠতে পারছেন না ।

অন্যান

অন্যান