বিকাশ ভবনে চাকরি হারা শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সঙ্গে ছিলেন এসএসসির চেয়ারম্যান, মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি সহ অন্যান্য আধিকারিকরা। অন্যদিকে ছিলেন চাকরিহারা শিক্ষকদের পক্ষে তের জন প্রতিনিধি। কী হলো সেই বৈঠকে?
শুক্রবারের এই বৈঠকে কেন্দ্র করে রাজ্যজুড়েই ব্যাপক কৌতূহল তৈরি হয়েছিল। বৈঠকের নির্যাস নিয়ে আগ্রহী ছিলেন চাকরিহারা শিক্ষকরাও। তাদের অনেকেই আগ্রহ নিয়ে দুপুর থেকেই বিকাশ ভবনের সামনে রাস্তায় অপেক্ষা করছিলেন। প্রায় পৌনে তিন ঘন্টা বৈঠক হয়। বৈঠক ইতিবাচক হয়েছে বলে রাজ্য সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে।
Read more – “বর্ধমানে ডিআই অফিস ঘেরাও: চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভে উত্তাল পরিস্থিতি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি”
বৈঠকে মূলত সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে রিভিউ পিটিশন নিয়ে আলোচনা হয়। সেখানে কোন কোন বিষয় তুলে ধরা যেতে পারে তা নিয়ে চাকরিহারা শিক্ষকদের মত জানতে চাওয়া হয়। চাকরি হারা শিক্ষকরা ও এম আরের মিরর ইমেজ প্রকাশের দাবি জানায়। সেই সঙ্গে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশেরও দাবি জানানো হয়। শিক্ষা দফতরের পক্ষ থেকে জানানো হয়, আইনি পরামর্শ মেনে একুশে এপ্রিল যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করা হতে পারে।