গলসিতে ফলের দাম সস্তা, স্বস্তিতে রোজদার

পূর্ব বর্ধমানের গলসি এলাকায় এবছর রোজার সময় স্বভাবিক ফলের দাম, আর এতেই স্বস্তিতে রোজদাররা।অন্যান্য বছর রোজার আগে থেকেই বাজারে ফলের দাম চড়া থাকে কিন্তু এবছর ফলের দাম স্বাভাবিক। শসা বিক্রি হচ্ছে ১৫ টাকা প্রতি কেজি, তরমুজ ৩৫-৪০ টাকা প্রতি কেজি, আপেল ১২০ টাকা কেজি, আঙুর ১২০-১৫০ টাকা কেজি, কলা ৫০ টাকা ডজন, খেজুর বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দাম।

এক ফল বিক্রেতা জানান যে অন্যান্য বছর রোজার সময় তাদের মহাজনের কাছ থেকে বেশি দামে ফল কিনতে হয়, তাই বাধ্য হয়ে তাদেরও বেশি দামে ফল বিক্রি করতে হয়। এবছর ফলের দাম অন্যান্য মাসের মত হওয়াই তাদের বিক্রিও অনেক বেড়েছে।

গলসির বাসিন্দা মহম্মদ ইয়াসিন বলেন “আমি ফল কিনতে এসে দেখলাম ফলের দাম অন্যান্য দিনের মতই আছে, গত কয়েক বছরের তুলনায় এবছর রোজার মাসে ফলের দাম অনেক কম, তবে গলসির গুটি কতক বড় দোকানদার বেশি দাম নিচ্ছে, আমি বাজার ঘুরে ফল কিনলাম, দাম ঠিকই নিয়েছে, দাম কম থাকায় একটু বেশিই ফল নিলাম“।

অন্যান

অন্যান