গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সাহসী মোরসালিমকে রেলের তরফে সম্বর্ধনা, পরিবারকে স্থায়ী চাকরি-সহ একাধিক পুরস্কার

Published : September 26, 2023
সাহসী মোরসালিমকে রেলের তরফে সম্বর্ধনা, পরিবারকে স্থায়ী চাকরি-সহ একাধিক পুরস্কার
---Advertisement---

EKHON BHARAT :- এই সামান্য বয়সে নিজের জীবন তুচ্ছ করে চরম সাহসিকতার পরিচয় দেখিয়েছে সে। আর তার সাহস ও উপস্থিত বুদ্ধি ভারতীয় রেলকে বাঁচিয়েছে আসন্ন বিপদের হাত থেকে। বেঁচে গিয়েছে কয়েকশো মানুষের প্রাণ। এমন বালককে কুর্নিশ না জানালেই নয়! তাই সাহসী মোরসালিমকে রেলের তরফে সম্বর্ধনা জানানো হল। এছাড়াও পরিবারকে স্থায়ী কাজের প্রতিশ্রুতি এমনকি রেলের পক্ষ থেকে আর্থিক পুরস্কার-সহ তাকে মানপত্র তুলে দেওয়া হল।

যদিও পঞ্চম শ্রেণির এক ছাত্রের কর্মকাণ্ড এখন আর রাজ্য তথা দেশের মানুষের কাছে অজানা নয়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে রীতিমতো দেশের হিরো হয়ে উঠেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার মশালদহ গ্রাম পঞ্চায়েতের ঝাঙ্গর পাড়া গ্রামের বাসিন্দা পঞ্চম শ্রেণির ছাত্র মোরসালিম। কারণ শুধুমাত্র তার উপস্থিত বুদ্ধি আর সাহসের জন্যই সম্প্রতি ভয়ংকর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে যাত্রীবাহী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। বেঁচে গিয়েছেন ট্রেনে থাকা কয়েকশো যাত্রী। লাইনে বড় গর্ত দেখতে পেয়ে বিপদের আঁচ বুঝতে পারে ওই পড়ুয়া। এরপরই পরনের লাল গেঞ্জি খুলে ওড়াতে থাকে।

সাহসী মোরসালিমকে রেলের তরফে সম্বর্ধনা, পরিবারকে স্থায়ী চাকরি-সহ একাধিক পুরস্কার

এই কাজটি না করলেই মহা বিপদ! টোটো নিয়ে ফের নয়া ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

এতোটুকু ভয় না পেয়ে রেল ট্র্যাক ধরে ছুটতে থাকে ট্রেনের সম্মুখ বরাবর। দূর থেকে লাল গেঞ্জি ওড়ানো দেখে আপৎকালীন ব্রেক কোষে ট্রেন থামিয়ে দেন চালক। এরফলে বেঁচে যায় বহু মানুষের জীবন। স্বাভাবিকভাবেই সম্বর্ধনার বহর তাকে ঘিরে যেন থামতেই চাইছে না।

সোমবার নর্থ ফন্ট ইয়ার রেলওয়ের কাঠিয়ার ডিভিশনের পক্ষ থেকে মোরসালিম কে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন সম্বর্ধনা জ্ঞাপনে উপস্থিত ছিলেন কাঠিয়ার ডিভিশনের মুখ্য রেলওয়ে প্রবন্ধক সুরেন্দ্র কুমার, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্য রেলওয়ে আধিকারিকরা। পাশাপাশি এদিন ঝাঙ্গর পাড়ার বাসিন্দারা গ্রামের পক্ষ থেকেও মোরসালিমকে সম্বর্ধনা জানানো হয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now