ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ৭৫তম জন্মদিন উপলক্ষে পালন করা হলো সেবা পক্ষকাল। খণ্ডঘোষ বিধানসভার গ্রহগ্রাম অঞ্চলের গোপডাল গ্রামের বুথ ১০১-এ, খণ্ডঘোষ মণ্ডল-১ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন ৫০০ পরিবারের মধ্যে সেগুন ও মেহগনি চারা বিতরণ করা হয়।
এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল প্রতিটি পরিবারকে তাঁদের মায়ের নামে অন্তত একটি গাছ রোপণ করতে উৎসাহিত করা, যাতে পরিবেশ সংরক্ষণের বার্তা সর্বত্র পৌঁছায় এবং মানুষের মধ্যে প্রকৃতির প্রতি দায়িত্ববোধ জাগ্রত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার ভাইস প্রেসিডেন্ট হরে কৃষ্ণ মণ্ডল, খণ্ডঘোষ মণ্ডল-১ সভাপতি কানন মাঝি, প্রাক্তন সভাপতি রসরাজ পোদ্দার এবং গোপডাল বুথ কমিটির সদস্যরা। সকলে মিলিতভাবে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং গাছ রোপণের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য সবুজ ও টেকসই ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার করেন।