গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাহরুখ, রানি ও বিক্রান্তের সম্মান

Published : August 2, 2025
---Advertisement---

১ অগস্ট, শুক্রবার সন্ধ্যায় ঘোষণা করা হয় ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের তালিকা। এই বছর পুরস্কারের তালিকায় নাম উঠেছে নানা পরিচিত নাম—শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, বিক্রান্ত মাসে, সহ অন্যান্য গুণী শিল্পীরা। অভিনেতা, পরিচালক, টেকনিশিয়ান, কোরিওগ্রাফার—সবাই এই সম্মাননা পেলেন। শাহরুখ খান দীর্ঘদিন পর জাতীয় পুরস্কার পেলেন। ‘স্বদেশ’ ছবির পর দীর্ঘ সময় পরে, ‘জওয়ান’ ছবির মাধ্যমে তিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টে শাহরুখ জানালেন, “জাতীয় পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। ধন্যবাদ জুরি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রককে। এটা এমন একটি মুহূর্ত যা চিরকাল আমার মনে থাকবে।” তিনি রাজু স্যার এবং অ্যাটলি স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাদের সাহায্যে তিনি এই ছবিতে কাজ করার সুযোগ পেয়েছেন।

শাহরুখের সঙ্গে একই মহতী সম্মান পেলেন বিক্রান্ত মাসে। ‘টুয়েলভ ফেল’ ছবিতে তার অসাধারণ অভিনয়ের জন্য তিনি এই পুরস্কারটি পেয়েছেন। একটি বিবৃতিতে বিক্রান্ত বলেন, “এটি আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। আমি জাতীয় পুরস্কারের জুরি সদস্যদের ধন্যবাদ জানাই। আমার প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি গর্বিত। এই পুরস্কার আমি উৎসর্গ করছি আমাদের সমাজের প্রতিমুহূর্তে অবহেলিত মানুষদের।”অন্যদিকে, রানি মুখোপাধ্যায় ৩০ বছরের অভিনয় জীবনে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করলেন। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে তার অনবদ্য অভিনয়ের জন্য তিনি এই পুরস্কারে সম্মানিত হন। আবেগে ভেসে রানি বলেন, “এটা আমার জীবনের সেরা মুহূর্ত। এই পুরস্কারটি আমি পৃথিবীর সমস্ত মায়েদের উদ্দেশ্যে উৎসর্গ করছি। একজন মা তার সন্তানের জন্য যা করেন, তা কখনোই তুলনাহীন।”এই বছর জাতীয় পুরস্কারের তালিকায় এই তিন তারকা ছাড়াও আরো অনেক শিল্পী পুরস্কৃত হয়েছেন, যারা নিজেদের প্রতিভা ও শ্রমের মাধ্যমে চলচ্চিত্র জগতে নতুন দিশা দেখিয়েছেন। তাদের এই সাফল্যে পুরো চলচ্চিত্র শিল্পের উন্নতির পথ সুগম হবে, এমনটাই প্রত্যাশা দর্শকদের।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now