গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নানুর বিধানসভায় চারকল গ্রাম অঞ্চলে তৃণমূলের কর্মীসভা

Published : November 9, 2023
---Advertisement---

বীরভূম জেলায় বোলপুর লোকসভা কেন্দ্রে নানুর চারকল গ্রাম অঞ্চলে কর্মীসভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থতা কামনা করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠান শেষে কয়েক হাজার মানুষ ইফতার পার্টিতে যোগদান করেন। নানুর বিধানসভার অঞ্চলে এক লক্ষ ভোটের ব্যবধানে লোকসভার প্রার্থী অসিত মালকে জয়ী করার আহ্বান জানান কাজল শেখ। ধর্মমত নির্বিশেষে সকলকে জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান।

কাজল শেখ বক্তব্যে বিরোধীদের উদ্দেশ্যে বলেন ভোটের সময় অনেকে রাতের অন্ধকারে আসবেন তার জন্য রাত পাহারা দিতে হবে গ্রামবাসীকে। রাতের অন্ধকারে এসে টাকা দিয়ে মানুষকে ভুল বোঝানো হবে বলে জানান। যদি দেখেন এইরকম কোন পরিস্থিতি হয় তাহলে পুলিশ প্রশাসনকে খবর দিন। কাজল শেখের মুখে অনুব্রত মণ্ডলের সেই ডায়লগ খেলা হবে শোনা গেল। কাজল শেখ বলেন অনুব্রত মণ্ডলের যে টিম আছে সেই টিমের সঙ্গে খেলা হবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now