মৃতের চালকের নাম নঈমুল শেখ ও আহত ফারুক শেখ। দুজনেই ঝাড়খণ্ডের পাকুড়ের বাসিন্দা।দুর্ঘটনাটি ঘটেছে জাতীয় সড়কের গলসির খানো ফ্লাইওভারে ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাত্রে জাতীয় সড়কের দুর্গাপুরগামী খানো ফ্লাইওভারের থেকে নামার সময় একটি সিমেন্ট বোঝায় ট্রাঙ্কারের পিছনে ধাক্কা মারে একটি ডাম্পার। ঘটনার দুমড়ে মুছড়ে যায় ডাম্পারের সামনের অংশটি।ঘটনায় গুরুতরভাবে জখম হন ডাম্পারের চালক ও খালাসি।
তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেলে নিয়ে আসা হলে চালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বর্ধমান মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন খালাসি।দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জন্য অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের দুর্গাপুরগামী লেনটি। পরে ক্রেনের সাহায্যে দুর্ঘটনা গ্রস্ত গাড়ি দুটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।
ঘটনায় পলাতক ট্রাঙ্কারের চালক ও খালাসি।

Post Views: 508