গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বৃষ্টি থেকে রেহাই নেই ? মঙ্গলেও ভারী বর্ষণ বঙ্গে !

Published : July 1, 2025
---Advertisement---

কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কাল রাত থেকে মুষলধারে বৃষ্টি চলছে। শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায়, বিশেষ করে সেন্ট্রাল অ্যাভিনিউতে জল জমে চরম ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা। আজও সারাদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।

Read more – ডিভিসির জলে ভাসবে দক্ষিণবঙ্গ ? কোন কোন জেলায় বন্যার আশঙ্কা জানুন

বৃষ্টির মূল কারণ বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নতুন নিম্নচাপ। এর সঙ্গে যুক্ত হয়েছে বর্ষার সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বাতাস। এর জেরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রইল সারা সপ্তাহ জুড়ে।বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ায় — মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই তিন জেলায়।

আবার বৃহস্পতিবার থেকে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও একই চিত্র। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহারে ভারী বর্ষণের সতর্কতা জারি রয়েছে আগামী কয়েক দিন। জলপাইগুড়িতে শুক্রবার পর্যন্ত, আর আলিপুরদুয়ারে রবিবার পর্যন্ত থাকবে এই সতর্কতা।এদিকে, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে উত্তাল রয়েছে সমুদ্র।

উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৩৫-৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ১ জুলাই পর্যন্ত। তাই মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস।আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ২৬.৪ ডিগ্রি — যা প্রায় স্বাভাবিক। এক কথায়, বৃষ্টি থেকে আপাতত রেহাই নেই। প্রয়োজন ছাড়া বাইরে না বেরনোরই পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদেরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now