মাসের শুরুতেই এলো সুখবর। রান্নার গ্যাসের দামে এক ধাক্কায় ৫৮ টাকা ছাঁটাই করল কেন্দ্রীয় সরকার। কিন্তু এই খবরে কি আপনার হেঁশেলে সত্যিই স্বস্তি আসবে? উত্তর—না। কারণ এই ছাড় শুধুমাত্র বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে। বাড়িতে ব্যবহৃত গ্যাসের দামে কোনও পরিবর্তন আসেনি।দিল্লি ও কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের পুরনো ও নতুন দাম দিল্লিতে বাণিজ্যিক গ্যাসের দাম ১৭২৩ টাকা থেকে কমে হয়েছে ১৬৬৫ টাকা।
Readmore – দিঘায় রথযাত্রায় হোটেল ভাড়ায় কড়াকড়ি! কালোবাজারি করলে ১ লক্ষ জরিমানা
আর কলকাতায়, ১৮০২ টাকার জায়গায় এখন ১৭৪৪ টাকা ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের জন্য। চলতি বছরে এ নিয়ে তিনবার বাণিজ্যিক গ্যাসের দাম কমাল কেন্দ্র। এপ্রিল, জুন, আর এখন জুলাই—প্রতিবারই কিছুটা স্বস্তি পেয়েছে রেস্তোরাঁ মালিকেরা। কিন্তু যাঁরা প্রতিদিন বাড়ির রান্নায় এলপিজি ব্যবহার করেন, সেই ৯০ শতাংশ গৃহস্থের ভাগ্যে কোনও ছাড় নেই।
পরিসংখ্যান বলছে, দেশের মাত্র ১০ শতাংশ ব্যবহারকারী বাণিজ্যিক গ্যাস কেনেন। তবুও সেই সংখ্যালঘু গোষ্ঠীর জন্য তিন দফায় ছাড়—আর গৃহস্থের হেঁশেলে শুধু প্রতীক্ষা! গ্যাসের দাম না কমায় মধ্যবিত্তের রান্নাঘরে সেভাবে কোনও প্রভাব পড়ছে না। ফলে মাসের শুরুতে সরকার থেকে সুখবর এলেও, সাধারণ মানুষের স্বস্তি এখনো অধরা।