কথায় আছে মাছে ভাতে বাঙালী। মাছ কার না ভালো লাগে। সারা বছর দেশি কই,মাগুর,শিঙি এই মাছ বাজারে দেখা যায়না বললেই চলে। কিন্তু বর্ষার সময় এই দেশি মাছের দেখা মেলে মাছের বাজারে।আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী ঢুকে পড়েছে নিম্নচাপ। ২ দিন এক টানা বৃষ্টি, মাঠে জমেছে জল। একটানা গরমের পর বৃষ্টির জল নামছে পুকুরে। পুকুরে বৃষ্টির জল নামলেই পুকুর থেকে উঠে পরে কই, মাগুর, জিওল, শিঙি, শোল মাছ। গলসি এলাকার বিভিন্ন পুকুর থেকে ব্যাপক কই, শিঙি মাছ উঠেছে।

বুধবার গলসি বাজারে মাছের বাজারে সকালে দেখা গেল প্রচুর কই ও শিঙি মাছ। প্রত্যেক মাছের সাইজও ভালো। দামেও অন্যান্য দিনের তুলনায় সস্তা। কই মাছ প্রতি কেজি ৫০০ টাকা ও শিঙি মাছ প্রতি কেজি ৬০০ টাকা।এক মাছ বিক্রেতা জানান প্রচুর বৃষ্টির ফলে এলাকার বিভিন্ন পুকুর থেকে কই ও শিঙি মাছ উঠেছে। বাজারে আজ প্রচুর এই মাছ আছে, অন্যান্য সময় কই মাছ ৮০০ টকা কেজি ও শিঙি মাছ বড় সাইজ হলে ১০০০ থেকে ১২০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়। আজ বেশি মাছ বাজারে আমদানি হওয়ায় মাছের দাম কম। রুই, কাতলা মছের দাম গলসি বাজারে অন্যান্য দিনের মতই ছিলো। ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে বড় রুই ও কাতলা।