গলসির খেতুড়া গ্রামে মৌমাছির কামড়ে আহত ৪, চিকিৎসার জন্য হাসপাতালে

পূর্ব বর্ধমান জেলার গলসি ২ নম্বর ব্লকের খেতুড়া গ্রামে মৌমাছির কামড়ে আহত হয়েছেন চার জন চাষি, চিকিৎসার জন্য যেতে হলো হাসপাতালে। জানা গিয়েছে খেতুড়া দক্ষিন মাঠে জমি দেখতে গিয়েই মৌমাছির কামড়ে আহত হন সকলে। গত ৫ দিন ধরে দক্ষিণ মাঠে উৎপাত করছে মৌমাছির দল। এই সময় জমিতে জল দেখতে, কীটনাশক দিতে, সার দিতে মাঠে যান চাষিরা। জানা গিয়েছে খেতুড়া গ্রামের চাষিরা মাঠে জমির কাজে গিয়েই চার জন মৌমাছির কামড়ে আহত হয়েছেন।

খেতুড়া গ্রামের চাষি সেখ নিজাম সহ চার জন আহত হয়েছেন। খেতুড়া গ্রামের এক বাসিন্দা জানান যে নিজাম মাঠে কীটনাশক দিতে গিয়েছিলো হঠাৎ তাকে তাড়া করে মৌমাছির দল, তার শরীরের বিভিন্ন যায়গায় কামড়ে দেয়, মৌমাছির হাত থেকে বাঁচতে সে ডিভিসি সেচ ক্যানেলে জলের মধ্যে লাফ দিয়ে দেয়, জলে লাফ দেওয়ার পরে তার পিছু ছাড়েনি মৌমাছির দল, তার মাথার উপরে তাড়া ঘুরতে থাকে, বার বার নিজাম জলে ডুব দিতে থাকে, বেশ কিছুক্ষণ পর মৌমাছির দল চলে যায়, সে পাড়ে উঠে চিকিৎসার জন্য হাসপাতালে যায়।

Read more – গলসিতে উল্টালো মাছ বোঝায় গাড়ি, মাছ কুড়াতে ভিড়

মাঠে এই মৌমাছির উৎপাতে আতংকিত হয়ে পড়েছেন খেতুড়া দক্ষিন মাঠের চাষিরা, তারা মাঠে যেতে ভয় পাচ্ছেন।মৌমাছি গুলি ডিভিসি সেচ ক্যানেলের ধারে একটি গাছের মধ্যে আছে, কেউ পাশ দিয়ে গেলেই তারা দলবদ্ধ ভাবে তাড়া করছে

অন্যান

অন্যান