গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

“তৃণমূল নেতা বলাই দত্ত গ্রেপ্তার, জুয়ার আসর থেকে উদ্ধার ২ লক্ষ টাকা”

Published : July 23, 2025
---Advertisement---

২১ জুলাই শহীদ দিবস উপলক্ষে যখন তৃণমূল নেতারা ধর্মতলায় দলনেত্রীর বার্তা শুনতে ভিড় করেছেন। তখন ধর্মতলায় না গিয়ে বানজেটিয়া এলাকায় নিজের বাড়িতে জুয়ার আসর বসিয়েছিলেন মণীন্দ্রনগর অঞ্চল তৃণমূলের সভাপতি বলাই দত্ত। ওই খবর পেয়ে সোমবার রাতে বহরমপুর থানার টাউন সাব-ইন্সপেক্টর বিশ্বজিৎ ঘোষালের নেতৃত্বে বহরমপুর থানার পুলিশ বাহিনী বলাই দত্তের বাড়িতে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করে। তার মধ্যে তৃণমূল নেতা বলাই দত্ত রয়েছেন। পুলিশ গ্রেপ্তার করার পাশাপাশি নগদ ২ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে।

Read More – http://আরও ৫০০ টাকা বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারে! কবে ঘোষনা?

দলীয় সূত্রে খবর ধৃত বলাই দত্ত বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের আইজুদ্দিন মণ্ডল ঘনিষ্ঠ। তিনি বলাই দত্তকে অঞ্চল তৃণমূলের সভাপতি পদে নিয়োগ করেন। এলাকার মানুষ সকলেই জানেন যে বলাই দত্ত ওই এলাকায় নিয়মিত জুয়ার আসর বসায়। কিন্তু শাসক দলের নেতা বলে এলাকার বাসিন্দারা ভয়ে কোথাও অভিযোগ জানাতে পারত না। এখন পুলিশ পদক্ষেপ করায় খুশি তাঁরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now