মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সলুয়া আকুন্দবেড়িয়া এলাকায় তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার বিকেলে রায়পুর অঞ্চলের তৃণমূল সেক্টর ইনচার্জ কাউম আলি শেখের বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাথরুমে মজুত থাকা বোমা ফেটে এই বিস্ফোরণ হয়।
Read More – http://ভারতের প্রথম ডুয়াল স্টিলথ ড্রোন: শত্রুর আতঙ্কের নতুন নাম
ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। স্থানীয়দের ধারণা, কেউ বা কারা চুপিসারে বাড়িতে ঢুকে বোমা রেখে গিয়েছিল। বিস্ফোরণে বাড়ির বাথরুমের দেওয়াল ভেঙে পড়ে যায়। ঘটনায় কেউ আহত না হলেও গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।