গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

এক অ্যাপেই মিলবে সব সমস্যার সমাধান — নিয়ে এল ভারতীয় রেল, নতুন RailOne অ্যাপ

Published : July 3, 2025
---Advertisement---

ভারতের কোটি কোটি রেলযাত্রীর জন্য এবার এক দারুণ সুখবর! আর আলাদা আলাদা অ্যাপ ডাউনলোড করতে হবে না। ভারতীয় রেলওয়ে এবার নিয়ে এসেছে এক অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপ — RailOne। এই অ্যাপটি তৈরি করেছে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (CRIS), যার লক্ষ্য একটাই — রেলযাত্রাকে আরও সহজ, স্মার্ট ও সুবিধাজনক করে তোলা।

RailOne-এ কী পাবেন?

এক কথায় — রেলের প্রতিটি পরিষেবা, এক জায়গায়। সংরক্ষিত ও অসংরক্ষিত টিকিট বুকিং ,ট্রেনের রিয়েল-টাইম লাইভ স্ট্যাটাস ও PNR আপডেট, প্ল্যাটফর্মে কোচের অবস্থান দেখার সুবিধা, চলন্ত ট্রেনে খাবার অর্ডারের অপশন, অনলাইন অভিযোগ দায়ের ও রেজোলিউশন ট্র্যাকিং,সহজে রিফান্ড ম্যানেজমেন্ট, একাধিক ভারতীয় ভাষায় অ্যাপ ব্যবহারের সুবিধাএকক সাইন-অন সিস্টেম (IRCTC বা UTS লগইনেই সব অ্যাক্সেস)

Read more – গ্যাস সিলিন্ডারের দাম কমলো, কত টাকা বাঁচবে এবার ?

নিরাপদ পেমেন্টের জন্য IR ওয়ালেট, বায়োমেট্রিক অথেনটিকেশনসহ “প্ল্যান মাই জার্নি” টুল ব্যবহার করে নিজের যাত্রা পরিকল্পনা করুন, ক্লাস, কোটার অপশন বেছে নিয়ে অনায়াসেই বুক করুন টিকিট। “My Booking” ও “My Tab” সেকশন থেকে আপনার সম্পূর্ণ বুকিং হিস্ট্রি থেকে শুরু করে প্রোফাইল সেটিংস, ওয়ালেট ব্যালান্স, এমনকি অ্যাকাউন্ট মুছে ফেলার অপশন পর্যন্ত সবই এখন হাতের মুঠোয়!

  • ট্রেন চলাকালীন খাবার অর্ডার করতে চান? RailOne-এই পারবেন!
  • অভিযোগ জানাতে চান? Rail Madad-এর সুবিধাও এতে একীভূত।
  • আর সবকিছুই নিরাপদ, কারণ RailOne ব্যবহার করে IR Wallet — যাতে থাকছে এমপিআইএন বা বায়োমেট্রিক প্রমাণীকরণ সুরক্ষা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now