গলসির যুবক তামিলনাড়ু থেকে গ্রেপ্তার, অপহৃত নাবালিকা উদ্ধার

নাবালিকাকে অপহরণে জড়িত থাকার অভিযোগে এক যুবককে তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমানের গলসি থানার পুলিশ। ধৃতের নাম কাশীনাথ মাঝি। গলসি থানারই মসজিদপুরে তার বাড়ি।কোয়েম্বাটুর থানার থুডিয়ালুরে ভাড়াবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় কাশীনাথকে। সেখান থেকেই উদ্ধার হয় অপহৃতা নাবালিকাকে। ধৃতকে কোয়েম্বাটুর আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে এ রাজ্যে আনতে ধৃতের ট্রানজিট রিমাণ্ডের আবেদন জানান তদন্তকারী অফিসার। সেই আবেদন মঞ্জুর করেন কোয়েম্বাটুর আদালতের বিচারক।

Read More – ISRO Space Camp 2025 :শিবিরে অংশ নিচ্ছে মেমারির দুই ছাত্রছাত্রী কুশারী ও সপ্তক

ধৃতকে ৮ এপ্রিলের মধ্যে বর্ধমানের সিজেএম আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়। ধৃতের সঙ্গেই নাবালিকাকেও আনা হয়। দু’জনকেই মঙ্গলবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ম্যাজিস্ট্রেটের কাছে নাবালিকার গোপন জবানবন্দি নথিভুক্ত করায় পুলিশ।

অন্যান

অন্যান