গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি অটোমোবাইল মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

গলসিতে পথ দুর্ঘটনায় সিভিল ইঞ্জিনিয়ারের মর্মান্তিক মৃত্যু

Published : December 23, 2024
---Advertisement---

সোমবার সকাল ১০টা নাগাদ পূর্ব বর্ধমান জেলার গলসির ভাসাপুল এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর।

মৃতের পরিচয় ও পেশা

মৃত ব্যক্তির নাম ইন্দ্রজিৎ সুব্বা।

  • ঠিকানা: দক্ষিণ দিনাজপুর জেলা।
  • পেশা: সিভিল ইঞ্জিনিয়ার।
  • বর্তমান বসবাস: কর্মসূত্রে তিনি গলসির গলিগ্রামে বসবাস করতেন।

দূর্ঘটনার বিবরণ

১৯ নম্বর জাতীয় সড়ক ধরে বর্ধমান থেকে দুর্গাপুরে যাচ্ছিলেন ইন্দ্রজিৎ বাবু। ভাসাপুলের কাছে তার বাইকে ধাক্কা মারে একটি লড়ি।

  • প্রভাব: লড়িটি বাইকটিকে প্রায় ১০০ মিটার টেনে নিয়ে যায়।
  • পরিণাম: ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর।

দূর্ঘটনার প্রভাব

এই দুর্ঘটনার ফলে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় জাতীয় সড়কের বর্ধমান-দুর্গাপুর পথের যান চলাচল।

পুলিশি ব্যবস্থা ও যান চলাচল স্বাভাবিককরণ

দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ।

  • পুলিশ দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে জাতীয় সড়কের যান চলাচল স্বাভাবিক করে।

গলসির এই দুর্ঘটনা একবার আবার সড়ক নিরাপত্তার গুরুত্বের কথা মনে করিয়ে দিল। স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় যান চলাচল স্বাভাবিক হয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now