গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বাজ পড়ার সময় ফোনে কথা বলেন! কী হতে পারে জেনে নিন

Published : May 28, 2025
---Advertisement---

মাঝেমধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে। আচ্ছা বিদ্যুৎ চমকানোর সময়ও কি আপনি মোবাইল ফোনে কথা বলেন? চালু থাকে ইন্টারনেট? এতে কী বিপদের ঝুকি আছে? কী বলছেন বিশেষজ্ঞরা? জেনে নিন এই প্রতিবেদনে।বাজ পড়ার সময় অনেকেই বাড়ির বৈদ্যুতিন এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি প্লাগ থেকে খুলে রাখেন। টিভি, ফ্রিজ, ফ্যান,এসি, ল্যাপটপের মতো যন্ত্রের ক্ষেত্রে এই ধরনের কাজ অনেকেই করেন।। কিন্তু মোবাইল ফোন নিয়ে কী করবেন? সেটি কি পুরোপুরি সুইচ অফ করে দেবেন?বজ্রপাতের সময় কখনোই খোলা আকাশের নীচে থাকবেন না। সানশেড বা জানলার পাশেও থাকবেন না। সেক্ষেত্রেও তড়িতাহত হওয়ার আশঙ্কা থাকে। এই সময় জল স্পর্শ করবেন না। স্নান করা, বাসন মাজা, জামাকাপড় কাচার মতো কাজ এই সময়ে করা যাবে না।

সেইসঙ্গে কোনও বৈদ্যুতিক এবং বৈদ্যুতিন যন্ত্রের থেকে দূরে থাকুন।ল্যান্ডফোন একেবারেই ব্যবহার করবেন না। কিন্তু স্মার্টফোনের ক্ষেত্রে কি করবেন? এই সময় যদি ফোন আসে,ধরবেন? বিশেষজ্ঞরা বলছেন, ঘরের ভেতরে থাকলে স্মার্টফোন ব্যবহার করা যেতে পারে। তবে না করলেই ভালো। তবে ইন্টারনেট অবশ্যই বন্ধ রাখবেন। তবে যদি মারাত্মক আকারে বাজ পড়ে সেক্ষেত্রে ফোনটি পুরোপুরি বন্ধ করে দিতে পারেন। নাহলে স্মার্টফোনটির তো বটেই, যিনি সেটি ব্যবহার করছেন, তাঁরও বিপদ হতে পারে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now